স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম যুক্তরাজ্য শাখার সভাপতি, মিডল্যান্ড যুবলীগের সহ-সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের বিশিষ্ট গীতিকার ও প্রযোজক আব্দুল মুকিত ‘আর বাংলা মিডিয়া’র চেয়ারম্যান মনোনীত হয়েছেন।
গতকাল শুক্রবার ‘আর বাংলা মিডিয়া’র এমডি’র স্বাক্ষরিত এক পত্রে তাকে চেয়ারম্যান মনোনীত করা হয়। আগামী ৫ বছর আব্দুল মুকিত ‘আর বাংলা মিডিয়া’র চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন বলে স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে। উল্লেখ্য, টেলিভিশনের বিশিষ্ট গীতিকার ও প্রযোজক আব্দুল মুকিত নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের গহরফুর গ্রামের কৃতি সন্তান।