স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে এক স্কুল ছাত্রী গণধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ লম্পটকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সাতছড়ির গহীন অরণ্যে এ ঘটনাটি ঘটে। জানা যায়, মাধবপুর লোকনাথ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর জনৈক ছাত্রী (১৬) কে নিয়ে বি-বাড়ীয়া জেলার শরাইল থানার রানিদিয়ার গ্রামের সাকিমুল হাসান সাকিব নামের এক যুবক ওই উদ্যানের গহীন অরণ্যে ঘুরতে যায়। এ সময় ৬ জনের একটি সঙ্গবদ্ধ দল তাদের জোর পূর্বক তুলে নিয়ে তার প্রেমিক সাকিবকে বেধে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষন করে মমূর্ষ অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় পর্যটকরা তাদের উদ্ধার করে চুনারুঘাট থানায় খবর দিলে ধর্ষিতাদে উদ্ধার করে চুনারুঘাট থানায় নিয়ে আসা হয়। পরে তার দেয়া স্বীকারোউক্তি মতে চুনারুঘাট উপজেলার আমতলী গ্রামের আব্দুল হাসিমের পুত্র রুবেল মিয়া (২৪) তার বন্ধু রহমতাবাদ ষাড়েরকুনার মৃত ছিদ্দিক আলীর পুত্র মানিক মিয়া (৩০) নরপতি গ্রামের মৃত ওয়াহেদ আলীর পুত্র তিন সন্তানের জনক হারিছ মিয়া (৩৫) কে আটক করা হয়। তবে ঘটনার পর থেকে ওই প্রেমিক সাকিব আত্ম গোপন করেছে বলে জানা গেছে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি মোঃ নাজমুল হাসান জানান, ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ৩ জনকে আটক করা হয়েছে। এবং ধর্ষিতাকে নিরাপদে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।