নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজারে সিএনজি ষ্ট্যান্ডে আধিপত্য বিস্তারসহ বিভিন্ন পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে প্রায় ২৫ জন আহত হয়েছে। আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের মহাসড়কস্থ সৈয়দপুর বাজারে সিএনজি ষ্ট্যান্ডে আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এঘটনার জের ধরে গত ৩ দিন যাবত এলাকায় উত্তেজনা বিরাজ করছেল। বুধবার বিকেলে ওই সিএনজি ষ্ট্যান্ডের ম্যানেজার স্থানীয় চৈতন্যপুর গ্রামের রাব্বান মিয়ার সাথে উমরপুর গ্রামের জৈনক সিএনজি চালকের কাছে কাউন্টারের টাকা দিতে বলেন। এ নিয়ে ম্যানেজার ও সিএনজি চালকের মধ্যে বাক-বিত-া হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনসহ দুই গ্রামবাসী সংষর্ষে জড়িয়ে পড়েন। অধাঘন্টা ব্যাপী সংঘর্ষে প্রায় উভয় পক্ষের ২৫ জন আহত হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলামের নেতৃত্বে ও এস আই সামশুল ইসলামসহকারে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। আহতরা হলেন- মুহিবুর রহমান (৩০), খালিক মিয়া (৩১), রাজা মিয়া (২২), খালেদ মিয়া (৩০), মুরশেদ মিয়া (২৫), সানি (১৫), বাবুল রহমান (২৪) সাইফুর রহমান (৫০), নুরুজ্জামান (২৫), আজাদ আলী (৫০) ও ফারুক মিয়া (২০), বদরুল (১৮), আতিকুর রহমান (২০), তামিম (১৯), আব্দুল আহাদ (৪৫), জুনেদ আলী (৪০), জাহিদুল ইসলাম (২৫), সিরাজুল ইসলাম (২৮), নজমুল ইসলাম (২১), জিবলু মিয়া (৩৮)। নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।