প্রেস বিজ্ঞপ্তি ॥ ১১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে জেলা যুবলীগের প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে প্রচার মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বেবীস্ট্যান্ড মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বোরহান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি এসএম আব্দুর রউফ মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, সম্পাদক মন্ডলীর সদস্য ডা. পিন্টু আচার্য্য, মঈন উদ্দিন চৌধুরী সুমন, বদরুল আলম, শাহরিয়া চৌধুরী সুমন, আলম মিয়া, পৌর যুবলীগের আহ্বায়ক ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক ইপি চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন খান, জেলা যুবলীগ নেতা ফারুক মিয়া, শাহ বাহার, দ্রুবজ্যোতি দাশ টিটু, জাবেদ তালুকদার, ইমতিয়াজ জাহান শাওন, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আফজল আপন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ নোমান, আবু হোসেন জনি প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন সফল ও স্বার্থক করে তুলার লক্ষ্যে হবিগঞ্জ জেলা যুবলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীকে কাজ করতে হবে। এছাড়া মিছিল সহকারে সম্মেলনস্থলে এসে উপস্থিত হওয়ার জন্য যুবলীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
পথসভায় বক্তারা অতীতের কর্মকান্ড বিবেচনা করে জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করার জন্য কাউন্সিলরদের প্রতি অনুরোধ জানান।