নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভা কর্তৃক গতকাল সোমবার সকালে পৌরসভা প্রাঙ্গণে আনুষ্টানিকভাবে সরকারী বরাদ্দকৃত ৪৮০টি কম্বল পৌরসভার ৯টি ওয়ার্ড এর গরিব দুস্থ অসহায়দের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। এতে অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ও পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুন্দর আলী, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন, সেনেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী আলহাজ্ব মোহাম্মদ ইকবাল আহমেদ, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, সার্ভেয়ার মোঃ সোহাগ হোসেন, হিসাব সহকারী জুয়েল চৌধুরী, নি¤œমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দিপংকর সরকার-সহ পৌরসভার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।