অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে (৯ ডিসেম্বার) সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার, উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, বীর মুক্তিযোদ্ধা আঃ আলী, সাংবাদিক অপু দাশ, মীর আব্দুল কাইয়ুম প্রমুখ। উপস্থিতি সবাই প্রথমে নিজে দুর্নীতি মুক্ত থাকার প্রত্যেয় ব্যক্ত করেন এবং নিজ নিজ অঙ্গনকে দুর্নীতি মুক্ত রাখতে শপথ গ্রহণ করেন।