স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে রোকেয়া দিবসে ৪ জন জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানার সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার, তথ্য সেবা কর্মকর্তা মেরিন নাছরিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক সাব্বির হাসান। পরে অর্থনৈতিক বিষয়ে নয়াপাড়া ইউনিয়নের মনোয়ারা বেগম, শিক্ষা ও চাকুরি বিষয়ে চৌমুহনী ইউনিয়নের রুমেনা আক্তার, সফল জননী ধর্মঘর ইউনিয়নের নুরুন্নাহার বেগম, সমাজ সেবায় নয়াপাড়া ইউনিয়নের শাফিয়া বেগমকে জয়ীতা হিসাবে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।