স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউপি’র কাউরিয়াকান্দি হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচত সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরে বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।
এতে ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ সিরাজুল ইসলাম। অপর প্রতিন্দ্বন্দ্বি প্রার্থী দেলোয়ার হোসেন দেলু পান ৩ ভোট। নির্বাচনকালীন সময়ে উপস্থিত ছিলেন, কাউরিয়াকান্দি গ্রামের বিশিষ্ট মুরুব্বি আছকির মিয়া চৌধুরী, মোঃ মগল মিয়া, আব্বাস উল্লাহ, তাইদুল ইসলাম, সত্য রঞ্জন দাশ, মিজানুর রহমান খেলু, ফারুক মিয়া, লেচু মিয়া, হান্নান চৌধুরী, দিলাল মিয়া, রজনী কান্ত দাশ, অধীর চন্দ্র দাস, মহিউদ্দিন, জোৎসনা খাতুন, আব্দুল ছায়েদ, বেনু মিয়া, সালাম মিয়া, সফিকুর রহমান, রিপন চক্রবর্তী, নিরধন, নিজাম উদ্দিন, কাজী কাইয়ূম মিয়া, মিলাদ প্রমূখ।
উল্লেখ্য গত ৩০ এপ্রিল ২ প্যানের ওই স্কুল ম্যানেজিং কমিটির সদস্য পদে নির্বাচন অনুষ্টিত হয়। এতে সদস্য নির্বাচিত হন-দিলাল মিয়া চৌধুরী, অধীন চন্দ্র দাশ, লেচু মিয়া, রজনী কান্ত দাশ, সংরক্ষিত মহিলা জোৎসনা খাতুন। গতকাল শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচন পরিচালনা করেন বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল্লাহ সরকার।