স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে ঘটে যাওয়া নানা দূর্নীতির তদন্তে নেমেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল দুপুরে ওই মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব আজম খান এর তদন্ত শুরু করেন। এ সময় ওই কলেজের অধ্যক্ষ ডাঃ আবু সুফিয়ানসহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করেছেন তিনি। জিজ্ঞাসাবাদে ২০১৭-১৮ সালে দরপত্রের মাধ্যমে কেনা যন্ত্রপাতি ও উপকরণ পর্যবেক্ষণ করেন। প্রতিটি যন্ত্রের তথ্য সংগ্রহ করেন। কলেজের অধ্যক্ষ, দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিবসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
তদন্ত কমিটির দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মোঃ আজম খান বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। তাই এ মুহূর্তে কিছু বলা উচিত হবে না। তবে নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন জমা দেয়া হবে। এবং কর্তৃপক্ষ দূর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নিবেন। তাদের সাথে ছিলেন সদর থানার একদল পুলিশ। এর আগে গত মঙ্গলবার দুদক হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ এরশাদ মিয়ার নেতৃত্বে চার সদস্যের কমিটি দুর্নীতির অভিযোগ তদন্ত করে।