নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ শেখ ফজলুল হক মণির ৮০ তম জন্ম দিন উপলক্ষ্যে তার স্মরনে এক আলোচনা সভা ও কেক কাঠার মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাব্বি আহসেদ চৌধুরীর সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খয়রুল বশর চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, সাধারন সম্পাদক ও যুবলীগের সাবেক মহিলা সম্পাদক শেখ সইফা রহমান কাকলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর জাকির হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল আহমেদ চৌধুরী, স্বেচ্ছসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, তাঁতী লীগের সভপতি ফারুক আহমদ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী রাজু, পৌর ছাত্রলীগ সভাপতি বাবলু আহমেদ, যুবলীগ নেতা সৈয়দ আহমদ, রুবেল আহমেদ চৌধুরী, রুহেল আহমেদ চৌধুরী, নেছার আহমেদ জগলু, ইকবাল আহমেদ, রুহেল আহমেদ, মাহবুবুর রব ময়না, মশিউর রহমান লাভলু, হিমাদ্রি দাশ, শেখ হাসান, বাবু আহমেদ, দুলাল দাশ, ছাত্রলীগ নেতা রুবেল, সুব্রত চক্রবর্তী, ইসতিয়াক আহমেদ আপন, পারভেজ আহমেদ প্রমূখ। সভায় বক্তাগণ, মহান মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক এশিয়া মহাদেশের সর্ব বৃহত্তম যুব সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ শেখ ফজলুল হক মণির বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং যুবলীগের প্রত্যেক নেতাকর্মীকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে মুজিব সৈনিকদের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করার আহবান জানান। সভা শেষে তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয়।