স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামে নরম চাঁন (৪৫) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার ওই গ্রামের মনজব আলীর স্ত্রী। সুত্র জানায়, গতকাল বুধবার সকালে সে সকলের অগোচরে ঘরে কীটনাশক পান করে ছটফট করতে থাকে। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে। আজমিরীগঞ্জ থানার ওসি মোঃ মোশারফ হোসেন তরফদার জানান, একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।