স্টাফ রিপোর্টার ॥ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮’’ এর বেসরকারি কলেজে নিয়োগ প্রাপ্ত অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্ত করার দাবীতে হবিগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের টাউনহল এলাকায় বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক প্রভাষক মহিবুর রহমান, সদস্য সচিব প্রভাষক রাসেল মিয়া, প্রভাষক খাদিজা খাতুন, প্রভাষক বিদুর কান্তি দাশ, প্রভাষক মোহাম্মদ আলী, প্রভাষক তপন দাশ প্রমুখ। পরে শিক্ষামন্ত্রীর নিকট জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে অনার্স-মাস্টার্স কোর্সে শতভাগ বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক। দীর্ঘ ২৭ বছর ধরে অদ্যাবধি বাংলাদেশে উচ্চ শিক্ষা বিস্তারে এবং সরকারে জাতীয় শিক্ষানীতি ২০১০ এর অধ্যায় ০৮, কৌশল ০৬ (পর্যায়ক্রমে ডিগ্রি পাস কোর্স তুলে দিয়ে ৪ বছর মেয়াদী অনার্স কোর্স চালু করা হবে) বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছি এবং বেসরকারি কলেজে উচ্চ শিক্ষায় পাঠদান করে আসছি। কিন্তু উল্লিখিত বিষয়ে বর্তমানে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা ২০১৮’ তে অন্তর্ভুক্ত বা কোন নির্দেশনা না থাকায় আমরা এম.পি.ও ভুক্ত হতে পারছি না, ফলে আমরা ৩৫০০ জন শিক্ষক আর্থ-সামাজিকভাবে মানবেতর জীবন-যাপন করছি। আপনার নির্দেশনায়, ডিগ্রি (পাস) কোর্সের ৩য় পদে শিক্ষকগন ‘জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা-২০১৮’ তে না থাকলেও তারা অন্তর্ভুক্ত হয়ে এম.পি.ও ভুক্ত হতে পারছেন। ‘জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা’ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে একাধিকবার নির্দেশনাও আছে যা শিক্ষামন্ত্রণালয় কর্তৃক আজও বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকারের দায়িত্বপূর্ণ পদে আপনার গুরুত্বপূর্ণ অবদানকে সামনে রেখে উপর্যুক্ত সূত্রের প্রেক্ষিতে ৯ম ও ১০ম জাতীয় সংসদের শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে ‘জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা ২০১৮’ তে অন্তর্ভুক্ত করতে আপনার হস্তক্ষেপ ও নির্দেশনা কামনা করছি।