মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর যুব তাফসির কমিটির উদ্যোগে ষ্টেডিয়াম মাঠে ৭দিন ব্যাপি পবিত্র কোরআন তাফসির মাহফিল শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে শুরু হওয়া মাহফিল চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন আছর নামাযের পর থেকে চলবে রাত ১১টা পর্যন্ত। নোয়াখালীর পীর হয়রত মাওলানা হাফেজ ওমর মুকাদ্দাসের সভাপতিত্বে পর্যায়ক্রমে তাফসির মাহফিলে বয়ান করবেন শায়খে বরুনা হযরত মাওলানা মুফতি রাশিদুর রহমান ফারুক, হযরত মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, হযরত মাওলানা হাফেজ যোবায়ের আহম্মদ আনসারী, হযরত মাওলানা জুনাঈদ আল হাবিব, হযরত মাওলানা আনোয়ার শাহ, হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম, হযরত মাওলানা নূরুল করিম বেলালী, হযরত মাওলানা ফজলুর রহমান, হযরত মাওলানা মেরাজুল ইসলাম কাশেমী, হযরত মাওলানা শায়েকে আব্দুর রহমান, হযরত মাওলানা ফয়সাল আহম্মদ, হযরত মাওলানা মনিরুল ইসলামসহ আরও অনেক ওলামায়ে কেরাম।