বাহুবল সংবাদদাতা ॥ বাহুবল উপজেলায় বয়স্ক ভাতা বিতরণের সময় উৎকোচ গ্রহনের অভিযোগে কাজল দেব (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। গতকাল রবিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আয়েশা হক এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত কাজল দেব উপজেলার সদর ইউনিয়নের বাহুবল গ্রামের খীরুত দেব এর ছেলে। সে বাহুবল সদর ইউনিয়ন এর সংরক্ষিত ওয়ার্ড (৭, ৮ ও ৯) এর সদস্য শিল্পী রাণীর স্বামী। জানা যায়, বাহুবল উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক বয়স্ক ভাতার কার্ডের টাকা সোনালী ব্যাংক থেকে উত্তোলন করতে যায় ভাতাভোগীরা। এসময় কাজল দেব ব্যাংকে দাড়িয়ে প্রতিটি ভাতাভোগীদের কাছ থেকে ১ হাজার টাকা করে উৎকোচ (ঘুষ) গ্রহণ করে। এ সময় এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে হাতে নাতে আটক করে বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যায়।
পরে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আয়েশা হক এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে কারাগারে পাঠানো হয়েছে।