রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন শিকন্দরপুরে শীতার্থদের মাঝে গোলাম আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ নোয়াপাড়ায় জয়ন্ত্রিকা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

নবীগঞ্জে বর্ধিত সভায় এমপি আবু জাহির ॥ বিএনপি স্বাধীনতার চেতনা মুছে দিতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে

  • আপডেট টাইম সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৩৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি মহান স্বাধীনতা। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এই স্বাধীনতা পেতাম না। তিনি দেশ স্বাধীন করেছিলেন বলেই আমরা বিশে^র বুকে মাথা উচু করে দাঁড়িয়েছি। জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাধীনতার চেতনায় দেশকে নিয়ে গেছেন উন্নয়নের মহাসড়কে। কিন্তু বিএনপি স্বাধীনতার চেতনাকে দেশ থেকে মুছে দিতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। গতকাল রবিবার নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, বিএনপি হত্যার রাজনীতি করে। তারা উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত করে যাচ্ছে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের প্রকৃত নেতাকর্মীরা দলের দুর্দিনে পাশে থাকে। যারা নৌকার বিরোধিতাকারীদের দ্বারা কখনও দলের মঙ্গল হয় না। এদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি ও হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় সভায় জেলা আওয়ামী লীগ ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ প্রতিটি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক বক্তৃতা করেন। এছাড়াও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com