স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সময় হবিগঞ্জ প্রেসক্লাব অফিস কক্ষে এক আলোচনা সভার মধ্যদিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। চ্যানেল টুয়েন্টিফোরের হবিগঞ্জ প্রতিনিধি ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি মোঃ রাসেল চৌধুরী, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর ও ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী উপস্থিতে উক্ত সভায় এ কে কাওসারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সৈয়দ মশিউর রহমান।
সভায় বক্তারা বলেন, সরকার এবং গণমাধ্যমের কাছে ১৪ দফা দবী আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এ সময় সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে দৈনিক প্রভাতী খবর ও আওয়াজ বিডির হবিগঞ্জ প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবনকে আহ্বায়ক ও কলকাতা টিভির হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার এ কে কাওসারকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম-আহবায়ক দৈনিক নতুন কাগজের হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান, দৈনিক আমার সংবাদের হবিগঞ্জ প্রতিনিধি মীর মোঃ আব্দুল কাদির, দৈনিক জনতার হবিগঞ্জ প্রতিনিধি ডাঃ শেখ এম এ জলিল, দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুর, অনলাইন বাংলা টিভি ৭১’র হবিগঞ্জ প্রতিনিধি মোঃ রহমত আলী, দৈনিক যায় যায়দিনের হবিগঞ্জ প্রতিনিধি নুরুল হক কবীর, মাই টিভির হবিগঞ্জ প্রতিনিধি মোঃ মোশাহীদ আলম, প্রতিদিনের বাণীর সিনিয়র রিপোর্টার এম সাজিদুর রহমান, প্রভাকরের বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, দৈনিক নবচেতনার হবিগঞ্জ প্রতিনিধি মোঃ কাউছার আহমেদ, পরিবর্তন ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি কাউছার আহমেদ টিপু, দৈনিক লোকালয় বার্তার স্টাফ রিপোর্টার অসিত কুমার চৌধুরী, হবিগঞ্জ সমাচারের স্টাফ রিপোর্টার নিরঞ্জন গোস্বামী শুভ, বাংলা টিভির হবিগঞ্জ প্রতিনিধি কাজল সরকার, হবিগঞ্জ সমাচারের স্টাফ রিপোর্টার জাহেদ আলী মামুন, দৈনিক সময়ের কণ্ঠের হবিগঞ্জ প্রতিনিধি মোঃ আব্দুল হান্নান, বাংলা টিভির চুনারুঘাট প্রতিনিধি মোতাব্বির হুসেন কাজল, দৈনিক আমার সংবাদের চুনারুঘাট প্রতিনিধি মীর জামাল আহমেদ ও সকাল বেলার প্রতিনিধি মুহিবুল হাসান প্রমুখ। এদিকে সভায়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটির উদ্যোগে আগামী এক মাসের মধ্যে প্রত্যেক উপজেলায় আহবায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়। নব গঠিত আহ্বায়ক কমিটি হবিগঞ্জের সাংবাদিকতা পেশাকে মর্যাদার আসনে আসীন করতে সকল শ্রেণী-পেশার মানুষের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।