স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে গার্মেন্টেসের সুপারভাইজারকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে স্বাধীন স্বেচ্ছাসেবক সংস্থার সভাপতি কাজল মিয়া তাকে ওই এলাকার যাত্রী ছাউনীতে পরে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে তার সাথ থাকা জাতীয় পরিচয়পত্র থেকে পরিচয় জানা যায়। সে গাজীপুর জেলার কালিয়াখৈর থানারও চান্দুরা গ্রামের রফিকুল ইসলামের পুত্র আব্দুল মালেক (৩০)। তবে ধারণা করা হচ্ছে বাসে মলম পার্র্টির ধান্দায় পরে তার এ অবস্থা হয়। রাত ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন জ্ঞান ফিরে আসেনি।