প্রেস বিজ্ঞপ্তি ॥ বহুলা ২৮ পঞ্চায়েতের এক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টার দিকে নাতিরাবাদ এলাকার মাখন মিয়ার বাড়ীতে এই সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন ২৮ পঞ্চায়েতের সভাপতি সাবেক সাংসদ সদস্য এডঃ চৌধুরী আব্দুল হাই।
সভায় সাবেক জেলা ও দায়রা জজ আঃ হান্নান সর্দারের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় শেখ হাসিনা মেডিকেল কলেজের দুর্নীতির ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং সুষ্ট তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য জোরদাবী জানানো হয়। সভায় এছাড়াও মাদক গ্রহণ ও বিক্রির বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। সাবক ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মোঃ কালন মিয়া সর্দার, হাবিবুর রহমান সর্দার, আঃ মোতালেব মমরাজ সর্দার, আঃ জলিল সর্দার, সর্দার মোঃ নুরুজ্জামান চৌধুরী, হাজী মোস্তফা মিয়া সর্দার, আঃ ওয়াহিদ সর্দার, আঃ মন্নান সর্দার, এডঃ মহিবুর রহমান সর্দার, মোঃ ছালেহ আহম্মেদ সর্দার, আঃ সহিদ সর্দার, রুস্তম আলি নানু সর্দার, মোঃ আঃ খালেক সর্দার, আঃ কাইয়ূম সর্দার, শুকুর মিয়া সর্দার প্রমূখ। সভায় নবীন সর্দার মোঃ আঃ সহিদকে সভার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।