সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল গ্রেপ্তার ফিলিস্তিনীদের গণহত্যার প্রতিবাদে জেলা জাপা’র বিক্ষোভ-সমাবেশ যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টির সভায় নবীগঞ্জে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ীবৃন্দের পরামর্শ সভা আজ পহেলা বৈশাখ বিতর্কিত টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ ধরতে পুলিশের অভিযান নবীগঞ্জের কাজীগঞ্জবাজার-মার্কুলী সড়কে দুর্ভোগের যেনো শেষ নেই আজমিরীগঞ্জে দুই দলের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত মাধবপুরে থানার ওসি’র জনসচেতনতা উঠান বৈঠক স্টেডিয়ামের অফিস সহায়ক সোহেলের ওপর আবারও হামলা

জেলা ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে একাধিক বিয়ে ও নির্যাতনের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আছকির আহমেদের বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগ উঠেছে। এমনকি তার বিরুদ্ধে স্ত্রীকে যৌতুকের জন্য মারধোরসহ তালাকের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে তার স্ত্রী মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সায়হামনগর গ্রামের ইয়াকুব আলীর কন্যা শাহানুর আক্তার বাদী হয়ে মাধবপুর থানায় আছকির আহমেদসহ তিনজনের বিরুদ্ধে এজাহার দিয়েছেন।
এজাহারে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার মজলিশপুর গ্রামের আইয়ুব আলীর পুত্র হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আছকির আহমেদের সাথে ২০১৭ সালে বিয়ে হয় শাহানুরের। বিয়ের সময় মোটর সাইকেল, টিভি, ফ্রিজ ও ফার্নিচারসহ নগদ দুই লাখ টাকা দেয়া হয়। কিছুদিন সুখে কাটলেও এর পর পরই তার আসল চেহারা সামনে আসতে থাকে। আছকির আহমেদ স্ত্রী শাহানুরের নিকট আরও টাকা দাবি করে। বিয়ের মাস তিনেক পর শাহানুর বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে দেয়। কিছুদিন যেতে না যেতেই আছকির আরও টাকা দাবি করে। এমনকি বিয়ের গহনাও বিক্রি করে টাকা খরচ করে ফেলে। এরপরও সে ক্ষান্ত হয়নি। আরও টাকার জন্য চাপ দিতে থাকে। এতে শাহানুর অপারগতা প্রকাশ তাকে মারধর করে আছকির। পরে ব্যবসা করার অজুহাত দেখিয়ে শাহানুরের কাছে ৫ লাখ টাকা দাবি করে। কিন্তু শাহানুর তার পিতার গরীবী অবস্থার কথা বলে টাকা দিতে পারবে না জানালে তাকে দিনের পর দিন না খাইয়ে রাখে, এমনকি পিত্রালয়ে পাঠিয়ে দেয়। ২০১৮ সালের ৮ অক্টোবর আছকির আহমেদ ও অন্য আসামিরা শাহানুরের পিত্রালয়ে যায় এবং টাকার জন্য চাপ দেয়। টাকা দিতে না পারায় গালিগালাজ করতে থাকে শাহানুরের পিতার বাড়ির মানুষকে। এ সময় শাহানুরের পিতার বাড়ি থেকে প্রতিবাদ করলে শাহানুরকে পিঠিয়ে জখম করে। লোকজন এগিয়ে এলে সিএনজিতে উঠে তারা পালিয়ে আসে। পরে শাহানুর হাসপাতালে চিকিৎসা নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com