প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় স্থানীয় বাউসা বাজারে অনুষ্ঠিত কাউন্সিল পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপির সদস্য আমির হোসেন, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম, আউশকান্দি ইউনিয়ন বিএনপি আহ্বায়ক হাজী আব্দুর রব। সভাপতি পদে ৯নং বাউসা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ছাদিকুর রহমান শিশু ও ইউপি সদস্য আল হেলাল আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন, সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ আলেক মিয়া ও মোঃ হাফিজুর রহমান চৌধুরী। সাধারণ সম্পাদক পদে এস এম নজরুল ইসলাম ও মোঃ লাল মিয়া, যুগ্ম সম্পাদক পদে ডাঃ সুজিত দাশ ও মোঃ জামাল উদ্দিন। সাংগঠনিক সম্পাদক পদের বিপরিতে একাধিক প্রার্থী না থাকায় বাছিতুর রহমান রুহেল বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত হন। কাউন্সিলর বৃন্দের গোপন ভোটে সভাপতি পদে ছাদিকুর রহমান শিশু, সিনিয়র সহ-সভাপতি পদে আলেক মিয়া, সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে উভয় প্রার্থীর ভোট সংখ্যা সমান হওয়ায় লটারীর মাধ্যমে সুজিত দাশকে নির্বাচিত ঘোষনা করা হয়।
সম্মেলন উপলক্ষে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক মেম্বার মোঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শেখ ছাদিকুর রহমান শিশুর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান খালেদ আহমেদ পাঠান, বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে শিহাব আহমদ চৌধুরী, আঃ বারিক রনি, মোঃ মজিদুল করিম মজিদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মুরশেদ আহমেদ, আমির হুসেন, জোসেফ বখত চৌধুরী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি নোমান চৌধুরী, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কাওছার মিয়া, পৌর বিএনপি নেতা রসময় শীল, উপজেলা কৃষকদল সাধারণ সম্পাদক বিভূ আচার্য্য, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আরবিন্দু রায়, মোঃ নুরুল আমিন, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ছাদিকুর রহমান চুনু। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল গণি চৌধুরী সোহেল, সাধারণ সম্পাদক সোহেল রিপন চৌধুরী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক মাহি চৌধুরী, ছাত্রদলের আহবায়ক হারুনুর রশীদ হারুন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাহিদ আলম মুরাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক উমর শরীফ মহসীন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছায়াদ আহমেদ, কুহিন চৌধুরী, শাহ রুহেল আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোহেল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন। এতে উপস্থিত ছিলেন মোঃ ইসমত মিয়া, এসএম সেলিম, সেলিম মিয়া, রাজা মিয়া মেম্বার, জয়নাল আবেদিন, হাবিবুর রহমান সবুজ, শেখ তোফায়েল সিদ্দিক, মুকিত চৌধুরী, বশর মিয়া, সবুজ মিয়া, আরশ আলী, হারুন মিয়া, হাজ্বী সোনাফর আলী, সাহিদুর রহমান, আওলাদ হোসেন প্রমূখ। এ সময় নব-নির্বাচিত নেতৃবৃন্দ যথাযতভাবে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে দেশনেত্রীর মুক্তি আন্দোলনকে আরও বেগবান করতে সকলের প্রতি আহবান জানান।