নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ জে,কে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত নিষ্টাবান বিএসসি শিক্ষক নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার দাশ ও বাসদ নেতা সৌমিত্র কুমার দাশের পিতা সনৎ কুমার দাশ এর শ্রাদ্ধানুষ্টান গতকাল শনিবার শিবপাশার নিজ বাসভবনে সম্পন্ন হয়েছে। শ্রাদ্ধানুষ্টানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ আধুনিক হাসপাতালের উপ-পরিচালক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান এডঃ গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, জে,কে স্কুলের অবসর প্রাপ্ত শিক্ষক প্রশান্ত চক্রবর্ত্তী, জে.কে স্কুলের অবসরপ্রপ্ত প্রধান শিক্ষক রথীন্দ্র চন্দ্র দে মুকুল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ইসকনের সাধারণ সম্পাদক যুবরাজ গোপ, জে.কে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দস সালাম, বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, দৈনিক হবিগঞ্জ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, জয়যাত্রা টিভি প্রতিনিধি ছনি চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা অঞ্জন পুরকায়স্থ, অমলেন্দু সুত্রধর, প্রমতেশ দত্ত, সুব্রত দাশ, শামীম আহমদ, আব্দুল মজিদ, সৌমেশ দাশ, পলাশ দাশ, পৃথ্বেশ চৌধুরী, দিলু ভট্টাচার্য্য, মধু সুধন ভট্টাচার্য্য, সুকেশ চক্রবর্ত্তী, সলিল কুমার দাশ, অজয় ধর, কংকন চক্রবর্ত্তী, রূপায়ন চক্রবর্ত্তী, পবিত্র বনিক, রাজীব কুমার রায়, পিন্টু রায়, সাংবাদিক আলী হাসান লিটনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।