প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলার চাটপাড়া আইডিয়াল একাডেমীর উদ্যোগে গতকাল মঙ্গলবার বিনা মুল্যে চক্ষুু শিবির অনুষ্টিত হয়েছে। হবিগঞ্জ জাসপোস আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনায় ও আমেরিকা প্রবাসী একেএম আহমেদুর রহমানের সৌজনে আধুনিক চক্ষুু সেবা কাযক্রমের অংশ হিসেবে এ চক্ষুু শিবির স্থাপন করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চাটপাড়া আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, রানীগাও ইউনিয়ন চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিকুর রহমান, বিদ্যালয় প্রতিষ্ঠাতা কাজী হারুন মিয়া, কাজী মান্নান, কাজী ফরহাদ বখত, মোঃ তুহিন ও জসিম মিয়া প্রমুখ। উক্ত চক্ষুু শিবিরে ৮০জন রোগীকে বিনা মুল্যে ওষধ পত্র দেয়া হয়।