চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে এডভোকেট মাহবুব আলী মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকালে পৌর শহরের ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত ফাতিমা এর সভাপতিত্বে উক্ত মুক্ত মঞ্চ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, পৌর আওমীলীগের সভাপতি মোঃ তাহির মিয়া মহালদার, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, মিরাশী ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, প্রেসক্লাব সেক্রেটারি জামাল হোসেন লিটন, যুবলীগ সভাপতি লুৎফুর চৌধুরী, সাধারণ সম্পাদক কে এমন আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, জেলা যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুর, কাদির লস্কর রিমন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মাজেদুল ইসলাম লুবন, রুমন ফরাজী, কাউন্সিলর মরতুজ সরদার, সারোয়ার আলম আজাদ, আতাউর রহমান মিলন, কাউন্সিলর আব্দুল হান্নান তাজুল ইসলাম, লাল মিয়া মেম্বার, উপজেলা যুবলীগ দপ্তর সম্পাদক খোকন চৌধুরী, মোহাম্মদ আব্দুল্লাহ, আবদাল, উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য আনোয়ার হোসেন লিজন, সিএ ওয়াহিদুল ইসলাম সুমন, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রুবেল, শাহজান সামী, সাইদুর আলমগীর, শফিকুর রহমান সোহাগ, আনিসুজ্জামান মাসুম, মঈন উদ্দিন পারভেজ, পৌর ছাত্রলীগ নেতা শিপন খান, কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, জুনায়েদ আহমেদ পলক, স¤্রাট আহমেদ, জাহাঙ্গীর তরফদার, সাইফুল ইসলাম শিমু, আশিকুর রহমান, মারজান, সাকিব, সাগর, আলামীন প্রমুখ। ফলক উন্মোচনের মাধ্যমে প্রধান অতিথি মঞ্চের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন ও আলোচনা শেষে মাঠে ব্যারিস্টার সুমন একাডেমী বনাম ঢাকা ধানমন্ডি ল্যাক এর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, উপজেলার ঐতিহ্যবাহী ডিসিপি মাঠে স্থাপিত মঞ্চ এলাকার যুব সমাজসহ সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হয়।