মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল গ্রেপ্তার ফিলিস্তিনীদের গণহত্যার প্রতিবাদে জেলা জাপা’র বিক্ষোভ-সমাবেশ যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টির সভায় নবীগঞ্জে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ীবৃন্দের পরামর্শ সভা আজ পহেলা বৈশাখ বিতর্কিত টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ ধরতে পুলিশের অভিযান নবীগঞ্জের কাজীগঞ্জবাজার-মার্কুলী সড়কে দুর্ভোগের যেনো শেষ নেই আজমিরীগঞ্জে দুই দলের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত মাধবপুরে থানার ওসি’র জনসচেতনতা উঠান বৈঠক স্টেডিয়ামের অফিস সহায়ক সোহেলের ওপর আবারও হামলা

পরিবেশ রক্ষা ও চা বাগানে বালু উত্তোলন বন্ধে বেলা’র মতবিনিময়

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৫৮৮ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমি, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগান, চাকলাপুঞ্জি চা বাগান, বেগমখান চা বাগান, চন্ডি ছড়া চা বাগান এর শ্রমিকের উপস্থিতিতে বাগান ও ছড়া যথাক্রমে সুতাং নদী, বাদামবাড়ী নামক স্থান থেকে নিয়মিত অন্যায় ভাবে বালু উত্তোলন, মাটি খনন, গাছ কর্তন করায় ঘর বাড়ি ভেঙ্গে যায়, রাবার গাছসহ পাহাড় তলিয়ে যাচ্ছে ছড়ায়, কঠিনতর জীবন যাপন করছে বসবাস কারীরা, যে কোন মুহুর্তে একটু বৃষ্টি হলেই ছড়ার পারে বসবাসকারীরা সমুহ বিপদের সম্মুখিন হবে। বালুর গাড়ি বাগানীদের শ্মশান ঘাটের উপর দিয়ে যাচ্ছে। অনেক সময় শ্মশান ঘাটের মাটিও নিয়ে যাচ্ছে। দুঃখভরে দুলু বাগচি বললেন, বেঁচেও শান্তি নাই, মরেও নাই। শ্মশানের উপর গাড়ি যাওয়া মানে লাশের উপর দিয়ে গাড়ি যাওয়া একই কথা। বালু উত্তোলনের কারণে ফসলী জমিসহ রবিশস্যের জমি গুলো বিলিন হচ্ছে। চন্ডি ছড়া চা বাগানে মাজার সংলগ্ন বালু উত্তোলনের কারণে যে কোন মুহুর্তে সরকারী শ্রম কল্যাণ হাসপাতালটি বিলিন হয়ে যেতে পারে। ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের ফলে ধানী জমি বিলিন হচ্ছে। অভিযোগকারী সাধন সাঁওতাল বলেন, প্রভাবশালী মহলের একটি অংশ নিয়মিত ভাবে এই কর্মটি করছে। চোখের পানি ফেলে চাকলা পুঞ্জির দেবী বলেন, রাতে ভয়ে ঘুম হয়না, সন্তানদের নিয়ে ভয়ে রাত কাটাই, কখন যে ঘর ভেঙ্গে ছড়ায় তলিয়ে যায়। জোয়াল ভাঙ্গা ডিভিশন এর চা শ্রমিক ইউনিয়ন এর সদস্য সনতা ভার্তা বলেন, খুব দ্রুততার সাথে এসব বন্ধ করা না গেলে একসময় এ বাগান গুলোকে অস্তিত্বের সম্মুখিন হতে পারে। এছাড়া সুতাং নদীর বালু খেখু জিতু মিয়া বালুকোরকে যতক্ষন পর্যন্ত বালু উত্তোলনে প্রশমিত না করা হবে, ততক্ষন পর্যন্ত চুনারুঘাট বিপর্যয় সমুহ সম্ভাবনায় রয়ে গেল। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর উদ্যোগে আয়োজিত সিলেট বিভাগ সমন্বয়কারী শাহ শাহেদা আক্তার এর সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৩নং ইউপি চেয়ারম্যান সামসুন্নাহার বেগম, সাংবাদিক আবুল কালাম আজাদ, বেলা ফিল্ড অফিসার আল আমিন সরদার, বেলা নেটওয়ার্ক মেম্বার জালাল উদ্দিন রুমি, স্বপন সাওতালসহ স্থানীয় সুধীজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com