মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল গ্রেপ্তার ফিলিস্তিনীদের গণহত্যার প্রতিবাদে জেলা জাপা’র বিক্ষোভ-সমাবেশ যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টির সভায় নবীগঞ্জে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ীবৃন্দের পরামর্শ সভা আজ পহেলা বৈশাখ বিতর্কিত টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ ধরতে পুলিশের অভিযান নবীগঞ্জের কাজীগঞ্জবাজার-মার্কুলী সড়কে দুর্ভোগের যেনো শেষ নেই আজমিরীগঞ্জে দুই দলের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত মাধবপুরে থানার ওসি’র জনসচেতনতা উঠান বৈঠক স্টেডিয়ামের অফিস সহায়ক সোহেলের ওপর আবারও হামলা

চুনারুঘাটে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৪৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সদ্য যোগদানকারী সত্যজিত রায় দাশ এর সাথে উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভায় নবাগত ইউএনও উপজেলার বিরাজমান সমস্যাদি চিহ্নিত করে সমাধানে এগিয়ে আসবেন বলে মত প্রকাশ করে বলেন সাংবাদিকের তথ্য আমার আগামীর পথচলা। আপনাদের সঠিক তথ্যের মাধ্যমে উপজলোর অনিয়ম ও সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে আশু ব্যবস্থা গ্রহন করতে পারব। তাছাড়া একটি উপজেলাকে আদর্শবান উপজেলা হিসেবে গড়ে তুলতে শুধু প্রশাসনের পক্ষে একা সম্ভব নয়, আপনাদের সহযোগীতা চাই। তাই সাংবাদিকদের সার্বিক সহযোগিতাও তিনি কামনা করেন। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মহিদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, এসএম সুলতান খান, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক ফারুক মাহমুদ, ওয়াহিদুল ইসলাম জিতু, সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ রায়হান আহমেদ, সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন, আব্দুর রাজ্জাক রাজু, এস আর রুবেল মিয়া, মোঃ শওকত আলী, শাহজাহান জলি, জিলানী আখঞ্জী, নাজিরুজ্জামান শিপন, আব্দুর জাহির প্রমূখ। সভায় উপজেলার সার্বিক কল্যাণে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন ইউএনও।
উল্ল্যেখ্য, গত ২৭নভেম্বর বৃহস্পতিবার সকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে ইউএনও হিসেবে মঈন উদ্দিন ইকবাল দেড় বছরের অধিক সময় চুনারুঘাটে দায়িত্ব পালন করার পর পরিকল্পনা মন্ত্রণালয়ে বদলী হলে তাঁর-ই স্থলে ইউএনও হিসেবে সত্যজিত রায় দাশ যোগদান করেছেন। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি শেষ করে ৩০তম বিসিএস ব্যাচে প্রশাসন ক্যাডার সার্ভিসে অর্ন্তভূক্ত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com