নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের প্রয়াত মনোরঞ্জন রায়ের বাড়ীতে মহেশ রায়ের শশুর-শাশুরীর বিদেহী আত্মার শান্তি কামনায় অষ্টপ্রহরব্যাপী লীলা ও নামকীর্তন উৎসব গত বৃহস্পতিবার দুপুরে সম্পন্ন হয়েছে। অজিত রায়, মহেন্দ্র রায়, মতিলাল রায়, রাধা মোহন রায়ের সার্বিক সহযোগীতায় অনুষ্টানে কীর্তন পরিবেশন করেন সুনামগঞ্জ দিরাইয়ের কানুপ্রিয় সম্প্রদায়ের মিন্টু সরকার, গোপীনাথ সম্প্রদায়ের সুবোধ চন্দ্র দাশ বাচ্চু, দুয়ারা বাজারের কালাচাদ সম্প্রদায়ের রাজন দাশ, সিলেট বিয়ানী বাজারের হরেকৃষ্ণ সংঘের দেবাশীষ দাশ। অনুষ্টানমালায় উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা আওয়ামীলীগ নেতা মৃনাল কান্তি রায় মিনু, অশোক তরু দাস, শিক্ষক রাখাল দাশ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক অমলেন্দু সুত্রধর, অনজিত দাশ লিটন, নীলকণ্ট রায়, সাবেক মেম্বার হারুন মিয়া, পৌর আওয়ামীলীগ নেতা গৌতম কুমার রায়, অজিত দাশ, জিতু পাল, গোপাল পাল, অরবিন্দু দাশ, বানী পদ রায়, কাজল রায়, নৃপেন্দ্র পাল, রঞ্জন পাল, নেপাল রায়, নেপাল পাল, শিবু পাল, দিপক পাল, মহাদেব রায়, সঞ্জিত রায়, কেবল দাশ, বাবুল দাশ, রাজীব কুমার রায়, কৃষ্ণপদ গোস্বামী, কাজল কৃষ্ণ অধিকারী, গোপেশ রায়, নিবাস পাল, সুব্রত পাল, রবীন্দ্র রায়, রাখেশ দাশ, প্রদীপ রায়, সুজিত দাশ, বিদ্যুত পাল, জনি রায়, রনি রায় সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্টানের গীতাপাঠ করেন বানিয়াচং রামকৃষ্ণ মিশনের শ্রী বিবেক ব্রম্মচারী। অনুষ্টানে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।