বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ডিএনআই মডেল হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অলিউর রহমান অলি জামিনে মুক্তি লাভ করেছেন। বৃহস্পতিবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মর্জিনা আক্তার তার জামিন আবেদন মঞ্জুর করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডঃ শামছুল আলম উজ্জ্বল। অলিউর রহমান অলি গত ১৮ নভেম্বর করাতকল (লাইসেন্স) বিধিমালা- ২০১২ এর আওতায় মোবাইল কোর্টে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত হন।
তার জামিনে মুক্তির খবরে বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ কারাফটকে নেতাকর্মীদের বিপুল সমাগম ঘটে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অলিউর রহমান অলি মুক্তি পেয়ে সন্ধ্যায় কারাফটকে এলে উপস্থিত নেতাকর্মীরা উল্লাসে শ্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে অর্ধশতাধিক মোটর সাইকেল সহকারে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে তাকে বাহুবল নিয়ে আসেন। সন্ধ্যার পর বাহুবল মধ্যবাজারে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।