আবুল কাসেম, লাখাই থেকে ॥ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, সুতাং নদীর পানি দূষন কোন ভাবেই মেনে নেওয়া হবে না। নদীর যেন আগের মত প্রাণ ফিরে পায় সে ব্যবস্থা করব। আর যারা নদী ও খাল দখল করেছে তা উদ্ধার করা হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন প্রশাসন। লাখাই উপজেলায় যেন দাঙ্গা না হয়, সে দিকে খেয়াল রাখতে বলেন জনপ্রতিনিধিদেরকে। এ ছাড়া তিনি আরো বলেন, আমি আপনাদেরই একজন, সকলের সহযোগিতা নিয়ে এলাকার সকল মানুষকে সাথে নিয়ে কাজ করে বিভিন্ন সমস্যা সমাধান করব। তিনি উপস্থিত সকলের কাছ থেকে লাখাইর উপজেলার বিভিন্ন সমস্যার কথা শুনেন ও পরার্মশ দেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহীনা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধি সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এর আগে জেলা প্রশাসক উপজেলা ক্যাম্পাসে আসার পর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও সকল কর্মকর্তা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মাসুম, মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন, কৃষি কর্মকর্তা আহসান হবিব, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম রায়, লাখাই থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব, উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে, শিক্ষা অফিসার মোঃ মজনুর রহমান, করাব ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, বামৈ ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুন, মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মোল্লা ফয়সল, বুল্লা ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হুসেন বেনু, লাখাই ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব রেজা, মুড়িয়াউক ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, মহিউদ্দিন চৌধুরী, শাহ আলম,শাহ জাহান প্রমুখ।