স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটে এক ব্যবসায়ীসহ ৩ জনকে কুপিয়ে আহত করেছে এক মাদক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যায় গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ গোবরখলা গ্রামের আঃ হকের পুত্র মাদক ব্যবসায়ী উজ্জল আসামপাড়া বাজারে অবস্থিত ব্যবসা প্রতিষ্টানে ঢুকে ব্যবসায়ী আঃ রহিম সর্দার, তার ভাই মন্নান সর্দার ও ছেলে রকিব সর্দারকে এলোপাতারি কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন। এলাকাবাসী জানান, ২/৩ দিন আগে রহিম সর্দারের ছেলে রকিবের সাথে উজ্জলের কথা কাটাকাটি হয়। এর জের ধরে উজ্জল এ ঘটনা ঘটায়।