আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ বাজারে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা অর্থদন্ড করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাঈমা খন্দকারের ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, আজমিরীগঞ্জ টানবাজার ও চরবাজারে গতকাল বুধবার বিকাল অনুমানিক ৩ টায় বাজার মনিটরিং এ বের হন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাঈমা খন্দকার। একই সময়ে নানা ধরণের অনিয়ম চোখে পড়লে, চরবাজারের মুদি দোকানের মালিক সবুজ দাস চৌধুরীকে ৪ হাজার, মোহন কুরিকে ৮ হাজার, সঞ্জয় রায়কে ৫ হাজার, ও টানবাজারের বিকাশ রায় ২ হাজার সহ মোট ১৯ হাজার টাকা অর্থদন্ড করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাঈমা খন্দকারের ভ্রাম্যমাণ আদালত। সহযোগীতা করেন স্যানেটারি ইন্সপেক্টর মোঃ আমজাদ হোসেন ও আজমিরীগঞ্জ থানার পুলিশ।