কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলে চোরাই মোবাইল উদ্ধার করেছে র্যাব-৯। রোববার (২৪ শে নভেম্বর) চুনারুঘাট উপজেলা হতে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। জানা যায়, ২০১৭ সালের ২১ শে নভেম্বর ঢাকার ক্যান্টনমেন্টে অবস্থিত সশস্ত্র বাহিনী দিবসে চুনারুঘাট উপজেলার ৯নং রানীগাঁও ৬নং ওয়ার্ডের শাহপুর গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মৃত লেন্স কর্পোরাল আবদুল হক বীর বিক্রমের স্ত্রী মোছা. ছুকেরা খাতুন (৫৫) হাতে স্যামসং ব্রান্ডের একটি মোবাইল ফোন উপহার হিসেবে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে ছুকেরা খাতুন অসুস্থতার কারণে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে গত ২১ শে (বৃহস্পতিবার) নভেম্বর ভোর সকাল ৬ টার দিকে মোবাইল ফোনটি হাসপাতাল থেকে চুরি হয়ে যায়। এই দিনই মোছা. ছুকেরা খাতুন চুনারুঘাট থানায় গত ২১ নভেম্বর একটি সাধারণ ডায়েরি করেন। থানায় সাধারণ ডায়েরির পরিপেক্ষিতে মুক্তিযোদ্ধা মৃত লেন্স কর্পোরাল আবদুল হকের ছেলে মো. আবদুর রহিম (২৬) র্যাব মহাপরিচালক ড. বেনজীর আহমেদের কাছে মোবাইল ফোনে চুরি যাওয়া মোবাইল ফোনের বিষয়ে অবগত করেন। এ অভিযোগের প্রেক্ষিতে ড. বেনজীর আহমেদের নির্দেশনায় র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কম্পানী কমান্ডার মো. আনোয়ার হোসেন শামীম অভিযান চালিয়ে চার দিনের মাথায় চুনারুঘাট উপজেলা হতে চোরাই ফোনটি উদ্ধার করেন। সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১ টায় মুক্তিযোদ্ধার স্ত্রী মোছা. ছুকেরা খাতুন এবং উনার পরিবারের সদস্যদের হাতে চুরি যাওয়া মোবাইল ফোনটি তুলে দেন কম্পানী কমান্ডার মো. আনোয়ার হোসেন শামীম। নবীগঞ্জের ইউনিয়ন পরিষদ প্রশাসন
অবহতিকরণ কোর্সের ২য় দিন অনুষ্ঠিত
ছনি চৌধুরী,নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহতিকরণ কোর্সের শেষ দিন আজ। গত মঙ্গলবার বিকেলে ৩ দিন ব্যাপী নবীগঞ্জের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহতিকরণ কোর্সের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ২য় দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া, উপজেলা প্রকৌশলী সায়েদ উদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক খান। কোর্সের সাপোর্ট সার্ভিস হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ সুব্রত দেব ও ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সচিব আব্দুল আহাদ চৌধুরী।