নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুরে একটি সংঘবদ্ধ চোর চক্রের যন্ত্রনায় অতিষ্ট হয়ে পড়েছেন গ্রামের লোকজন। চোরের দল দিন-দুপুরে গ্রামের মাঠে ও হেলিপ্যাডে জোয়া খেলায় লিপ্ত থাকে। আর রাতের আধারেই সংঘবদ্ধভাবে চুরির সাথে জড়িত হয়। প্রায় প্রতি রাতেই গ্রামের কোন কোন বাড়ীতে ঘটছে চুরির ঘটনা। চুরির ঘটনায় কানাইপুর গ্রামে বেশ কয়েকবার শালিস বৈঠক ও হয়েছে। ঐ গ্রামের কিছু চিহিৃত চোরের নাম নবীগঞ্জ থানা পুলিশের কাছে ইতিমধ্যে দেওয়া হয়েছে। এ ব্যাপারে গ্রামের ভুক্তভোগী সাধারন মানুষ থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করছেন। জানা যায়,নবীগঞ্জ পৌরসভার কানাইপুর গ্রামের সাধারন মানুষ বর্তমানে চোরের জ্বালায় অতিষ্ট। প্রায় প্রতিদিন রাতেই কোন না কোন বাড়ীতে চুরির ঘটনা ঘটছে। দিনের বেলায় একটি সংঘবদ্ধ চোরচক্র গ্রামের মাঠে ও হেলিপ্যাডে দিনভর জোয়া খেলায় লিপ্ত থাকে আর এসব চোরচক্রই রাতের আধারে চুরি ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে। উল্লেখ্য, গত এক মাসে পৌর এলাকার কানাইপুর, কালীপুর, গয়াহরিসহ বিভিন্ন গ্রামে প্রায় শতাধিক বাড়ীতে চুরি সংগঠিত হয়েছে। এ ব্যাপারে থানা পুলিশের দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী জনসাধারণ। এছাড়া একটি ছিটকে শিশু চোর চক্র বিভিন্ন বাড়ীর গাছ থেকে নারকেল, সুপারী, শাকসবজি সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। গ্রামের লোকজন এর প্রতিবাদ করলে উল্টো তাদের লোকজন দ্বারা লাঞ্চিত হতে হয়। এছাড়া নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন গ্রামে ও বাড়ীতে প্রায় প্রতিদিনই চুরির ঘটনায় সাধারন মানুষ অতিষ্ট হয়ে পড়েছেন। এ ব্যাপারে থানা পুলিশের যথাযথ হস্তক্ষেপ কামনা করছেন সাধারন ভুক্তভোগি লোকজন।