প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন গণফোরামের আহবায়ক কমিটি গঠনকল্পে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ইউনিয়নের স্থানীয় গোপলার বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সম্মেলন সভাপতিত্ব করেন গণফোরাম নেতা মোঃ ফজলু মিয়া। গণফোরাম নেতা বিলাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবীগঞ্জ উপজেলা গণফোরামের আহবায়ক আবুল হোসেন জীবন। অনুষ্ঠিত কর্মী সম্মেলন উপস্থিত নেতাকর্মীদের সর্ব সম্মতিক্রমে মোঃ ফজলু মিয়াকে আহবায়ক, ডাঃ তাজুদ মিয়া, ছয়ফুর রহমান, আতাউর রহমান কে যুগ্ম আহবায়ক ও মোঃ নজরুল ইসলাম কে সদস্য সচিব এবং জাকির হোসেন ও তকলিছ মিয়াকে যুগ্ম সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট দেবপাড়া ইউনিয়ন গণফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্টিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি আবুল হোসেন জীবন উক্ত আহবায়ক কমিটি ঘোষণা করেন এবং এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি তার বক্তব্যে, গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া নিজ গ্রামের বাড়ী উক্ত ইউনিয়নে হওয়ায় এবং আমি ও আমরা একই ইউনিয়নে জন্মগ্রহন করায় গর্ববোধ করি। তাই নবগঠিত আহবায়ক কমিটির মাধ্যমে ইউনিয়নের ৯ টি ওয়ার্ড কমিটি গঠন করে ড. রেজা কিবরিয়ার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।