স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার পশ্চিম পুকড়া থেকে মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর হবিগঞ্জ। গতকাল রবিবার দুপুর ২ টায় সময় মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে ওই গ্রামের মন্নর মিয়া (৪৪) কে ২’শ পঞ্চাশ গ্রাম গাজাসহ আটক করা হয়। আটককৃত মন্নর মিয়া ওই গ্রামের মৃত কুতুব আলীর পুত্র।
জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আসামীর বসত ঘর তল্লাশী করে উল্লেখিত পরিমান মাদকদ্রব্য উদ্ধার করে স্থানীয় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।