স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড়আব্দা গ্রামের বাগান বাড়ি থেকে আব্দুল হাই (৪০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে দু¤্রজাল সৃষ্টি হয়েছে। গত শনিবার বিকেলে চুনারুঘাট থানার এসআই জাহাঙ্গির কবির ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে রবিবার মর্গে প্রেরন করেন। সে ওই গ্রামের মৃত সাহেদ আলীর পুত্র। শনিবার প্রতিদিনের মত তার প্রতিবন্ধী সন্তান শাওনকে নিয়ে বাড়ির পাশে জমিতে কাজ করতে গেলে ঘন্টাখানেক পর তার লাশ বাগান বাড়ির আম গাছের নিচে পাওয়া যায়। পরিবারের লোকজন চুনারুঘাট থানায় খবর দেয়। এ ব্যাপারে চুনারুঘাট থানার এসআই জাহাঙ্গীর কবির জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর আসল কারন জানা যাবে।