স্টাফ রিপার্টার ॥ হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জ প্রেসকাব মিলায়তনে গত বৃহস্পতিবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। সংগঠনের সভাপতি কামাল উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম সবুজের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী রোটারীয়ান জগদীশ চন্দ্র মোদক, আদর্শ রিচি ইউনিয়নের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহছান, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, সাংবাদিক রায়হান উদ্দিন, উমেদনগর শাহজালাল (রাঃ) সুন্নিয়া একাডেমীর অধ্যক্ষ আফজাল মিয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা কৃষদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সজল রায়, বিশিষ্ট ব্যবসায়ী শেখ ইকবাল, ব্যবসায়ী বুলবুল আহমেদ রুমী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনিষ আচার্য্য, সংগঠনের সহ-সভাপতি শাহীন মিয়া, কোষাধ্যক্ষ আল-আমিন, কাছন রায়, দৈনিক খোয়াইর সহকারি সাইকুলেশন ম্যানেজার সাইফুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুর নুর, সাংগঠনিক সম্পাদক ফজল মিয়া, আলীমুদ্দিন, ফারুক মিয়া, ইসলাম উদ্দিন খান, অজয় দেব, জালাল মিয়া, বিষু রায়, সফিকুল ইসলাম, ছাত্তার, দুলাল মিয়া, রুবেল মিয়া, মনমোহন দাস, কৌশিক বণিক, নাসির উদ্দিন, ছালেক মিয়া, উজ্জল মিয়া প্রমুখ।
আলোচনা সভা বক্তারা জেলা হকার্স সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াহিদুলজ্জামান জিতু’র স্মৃতিচারণ এবং তার বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন। সভায় ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ ও ব্যবসায়ী জগদীশ চন্দ্র মোদক হকার্স সমিতিকে সহযোগিতা করার আশ^াস প্রদান করেন। সভায় বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোঃ ইকবাল সমিতিকে অর্থ সহায়তা করেন।
শেষে সংগঠনের পক্ষ থেকে দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, দৈনিক প্রতিদিনের বাণীর সম্পাদক শাবান মিয়া, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, বারী মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বিশিষ্ট ব্যবসায়ী জগদীশ চন্দ্র মোদক, ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভা শেষে মোনাজাত করেন মাওলানা সৈয়দ আহমদ।