স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মেহেদী হাসান ফাহিমের বাসায় হামলা-ভাংচুর করেছে একদল দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধা ৭ টায় শহরের উত্তর শ্যামলী এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় তারা ব্যাপক লুটপাট করে তারা।
জানা যায়, ওই সময় হঠাৎ করেই ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মেহেদী হাসান ফাহিমের বাসায় একদল দুর্বৃত্ত প্রবেশ করে। পরে তারা কোন কিছু বুঝে উঠার আগেই হামলা-ভাংচুর চালায়। এসময় তাদের তান্ডবে পুরো এলাকায় আতংক শুরু হয়। দুর্বৃত্তদের হামলায় মহিলাসহ বেশ কয়েকজন আহত হয়। পরে তারা লুটপাট করে চলে যায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।