স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার পুলিশ আইপিএল জুয়া, চিচকে চোর, ছিনতাইকারী, মাদকসেবী, ইভটিজার ও বিভিন্ন অপরাধীদের ধরতে মোটরসাইকেল যোগে সাড়া শহর মহড়া দিয়েছে। গতকাল শনিবার বিকেল ৩ টা থেকে সন্ধা পর্যন্ত সদর থানার ওসি মোঃ মাসুক আলী নেতৃত্বে ওসি অপারেশন দৌস মোহাম্মদসহ একদল পুলিশ হবিগঞ্জ সদর হাসপাতাল-মাছুলিয়া ব্রীজ, কোর্ট স্টেশন, অনন্তপুর, শাস্তোনগর, কামড়াপুর, গরু বাজার, যশেরআব্দা, চৌধুরী বাজার, আনোয়ারপুর বাইপাসসহ বিভিন্ন পয়েন্টে এ মহড়া দেয়। এ সময় অনেক অপরাধীরা দৌড়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তবে পুলিশের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। যদিও শহরে চুরি ছিনতাইসহ সার্বিক আইনশৃংখলা নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে। সাদা পোষাকে শহরের বিভিন্ন স্পর্শকাতর স্পটে অবস্থান করবে। আইন-শৃংখলা পরিপন্থী কোন কাজে জড়িত থাকার আভাস পেলে সঙ্গে-সঙ্গে তাকে আটক করা হবে।