প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পেশাজীবি পার্টির এক কর্মী সভা গত রবিবার রাত জেলা জাপার চৌধুরী বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি করেন সংগঠনের সভাপতি প্রভাষক এস এম লুৎফুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা জাপার সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার সাবেক যগ্ম দপ্তর সম্পাদক প্রভাষক ওয়াহিদুর রহমান, কামলা মিয়া, আব্দুর রউফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হৃদি রঞ্জন দাস লিটন, অর্থ সম্পাদক দিলীপ বর্মণ, দপ্তর সম্পাদক রইছ আলী, জুয়েল আহমেদ জীবন, প্রচার সম্পাদক সোহেল আহমেদ রানা, বিশ্বজিৎ চৌধুরী, সিরাজুল ইসলাম, আল-আমিন প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ ৯ বছরের সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের হাতকে শক্তি করার লক্ষে পেশাজীবি পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবার অঙ্গিকার ব্যক্ত করেন। তারা বলেন, পল্লীবন্ধু এরশাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র এরশাদ সৈনিকরা রাজপথ থেকে মোকাবেলা করবে। সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান এমপি মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধরাণ সম্পাদক ও জেল্ াকেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম দিপুর উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।