স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে সাগর মিয়া (২০) নামে এক যুবক বিষপানে মারা গেছে। সে উপজেলার গুনই গ্রামের আব্দুস সুবহানের পুত্র। গতকাল বুধবার বিকেলে তার রুমের দরজা বন্ধ করে বিষপান করে ছটপট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরিবার সূত্রে জানা যায়, ৩ মাস আগে একই গ্রামের জনৈক যুবতিকে সাগর বিয়ে করে। বিয়ে করার পর কিছুদিন সুখ শান্তিতে দিন কাটছিল। বিষপানের খবর পেয়ে সদর থানার পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে।