নবীগঞ্জ প্রতিনিধি ॥ শেখ রাসেল সৈনিক ক্লাব এর উদ্যোগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সাবেক মন্ত্রী ও সাবেক এমপি আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দেবপাড়া বাজারস্থ দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শেখ রাসেল সৈনিক ক্লাবের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও দেবপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, দেবপাড়া ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম, দেবপাড়া ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুকুদ, উপজেলা যুবলীগ নেতা খসরু আহমেদ সাজু।
বক্তব্য রাখেন, শেখ রাসেল সৈনিক ক্লাবের উপদেষ্টা নেছার মিয়া, শিলপু মেম্বার, আব্দুল আলী, ফরিদ মিয়া, সদর মিয়া, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজাদ মিয়া, সহ-সভাপতি নুরুল আমিন, হোসেন মিয়া, আব্দুল মতলিব, যুগ্ম সাধারণ সম্পাদক কায়তুন আহমেদ ইমন, শফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক জুনুর মিয়া, রাশু চন্দ, মোঃ জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক আনোয়ার মিয়া, প্রচার সম্পাদক সেফু মিয়া, আইন বিষয়ক সম্পাদক জসিম মিয়া, ক্রীড়া সম্পাদক অলিদ মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক জুনেদ মিয়া, ধর্ম সম্পাদক মোসাদ্দিক মিয়া, কোষাধ্যক্ষ আতাউর রহমান, আব্দাল মিয়া, দিলদার মিয়া, রাজন মিয়া, আহমদ হোসেন, ইমরান তালুকদার প্রমুখ। এছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।