বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ব্যাটারী চালিত ইজিবাইক উল্টে সুভাষ নন্দী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আহত হয়েছেন আরো ৮ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয় লোকজন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় সুভাষ নন্দি মৃত্যুবরণ করেন। নিহত সুভাষ উপজেলার মিরপুর ইউনিয়নের ঘাঘড়া প্রকাশিত রাউদগাঁও গ্রামের বাসিন্দা।
জানা যায়, সোমবার বেলা ২টার দিকে উপজেলার রাউদগাঁও গ্রাম থেকে ব্যাটারী চালিত ইজিবাইক দিয়ে নারী পুরুষ মিলে ৯ যাত্রী নিয়ে মিরপুর আসছিল একই ইউনিয়নের ভূগলী গ্রামের জলিল মিয়ার ছেলে চালক লাল মিয়া। পথিমধ্যে মিরপুর এলাকার বেদে পল্লীর সামনে আসলে ইজিবাইকটি উল্টে যায়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাহবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসাপাতালে প্রেরণ করেন। গুরুতর আহত সুভাষ নন্দীকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে মারা যান তিনি।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনে নিহতের বাড়িতে পুলিশ পাঠিয়েছি।