প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলায় গণফোরামের প্রথম সভা গতকাল বিকেলে সংগঠন এর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গণফোরাম নেতা মোঃ আখলিছ মিয়ার সভাপতিত্বে ও গণফোরাম নেতা আব্দুল মন্নানের পরিচালনায় সাংগঠনিক কমিটি গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় সাংগঠনিক কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন জীবন। এতে বিশেষ অথিতি ছিলেন যুব ফোরাম এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু জাফর শিহাব। অনুষ্ঠিত সভায় গণফোরামের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন, রুহুল আমিন ইমরান, ফজলুল করিম, তাহের মিয়া, সোনর মিয়া, জিল্লুর রহমান, সোয়েব আহমদ প্রমূখ।
সভায় গণফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন জীবন প্রধান অতিথির বক্তৃতায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী রাজনৈতিক ব্যক্তিত্ব তথা জাতীয় নেতা হিসেবে দেশ-বিদেশের পরিচিত মুখ গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ড. কামাল হোসেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়াও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী পরিবারের সন্তান প্রয়াত সাবেক সফল অর্থমন্ত্রী প্রখ্যাত কুটনীতিবিদ, জাতী সংঘের আন্ডার সেক্রেটারী শাহ্ এএমএস কিবরিয়ার যোগ্য সন্তান হিসেবে ড. রেজা কিবরিয়া জন্মভূমি নবীগঞ্জ তথা বৃহত্তর সিলেট বিভাগের গর্ব। দেশ গড়ায় ভাগ নিন গণফোরামে যোগদিন এ শপথকে সামনে রেখে স্বচ্চ শাসন ব্যবস্থা সহ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ড. কামাল হোসেন ও ড. রেজা কিবরিয়ার হাতকে আরো শক্তিশালী করতে গণফোরামের ছায়াতলে যোগদিন।