নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ জে,কে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত নিষ্টাবান বিএসসি শিক্ষক নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার দাশ ও বাসদ নেতা সৌমিত্র কুমার দাশের পিতা সনৎ কুমার দাশ (৭৫) আর নেই। তিনি সোমবার সকাল ৯.৪৫ মিনিটে ঢাকার রিলায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ঢাকা থেকে বিকাল ৫টায় মরদেহ নবীগঞ্জ পৌরসভার শিবপাশা নিজবাসায় আসার পর তাঁকে শেষবারের মত এক নজর দেখার জন্য বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ভীড় জমান। সন্ধ্যা ৬.৩০ মিনিটে জয়নগর পৌর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্যানুষ্টান অনুষ্টিত হয়। নবীগঞ্জ জে,কে উচ্চ বিদ্যালয়ের নিষ্টাবান শিক্ষক সনৎ কুমার দাশের মৃত্যুতে নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, পৌরসভার প্যানেল মেয়র এটি এম সালাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ইসকনের সাধারণ সম্পাদক যুবরাজ গোপ, জে,কে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এডঃ রাজীব কুমার দে তাপস, দৈনিক সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শৈলেন্দ্র কুমার দাশ, সুবিনয় রায় বাপ্পি, প্রধান শিক্ষক সুব্রত দাশ, ইউপি সচিব পৃথ্বেশ চৌধুরী, শিক্ষক মধু সুদন ভট্টাচার্য্য, সুকেশ চক্রবর্তী, শিক্ষক সলিল কুমার দাশ, অজয় ধর, কংকন চক্রবর্তী, নিতেশ দাশ, রুপায়ন চক্রবর্তী, পবিত্র বনিক, পিন্টু রায়, রিপ্টু তালুদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বাসায় ও শ্মশানঘাটে উপস্থিত থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। নবীগঞ্জের সকলের প্রিয়মুখ আলোকিত শিক্ষক সনৎ কুমার দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, বর্তমান ভাইস চেয়ারম্যান এডঃ গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, এম এ আহমদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক রাকিল হোসেন, সরওয়ার শিকদার, এম মুজিবুর রহমান, সাংবাদিক ফোরামের সভাপতি শাহ সুলতান আহমদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, জয়যাত্রা টিভি প্রতিনিধি ছনি চৌধুরী, সুলতান মাহমুদ, জাকির হোসেন, আলী হাসান লিটনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। নবীগঞ্জ জে,কে সরকারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সনৎ কুমার দাশের মৃত্যুতে প্রধান শিক্ষক আব্দুস সালামহ অন্যান্য শিক্ষকবৃন্দ শেষ বারের মত মরদেহে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, শিক্ষকতা পেশার নিবেদিত প্রাণ সকলের প্রিয় শিক্ষক সনৎ কুমার দাশ দীর্ঘদিন যাবৎ কিডনীসহ বিভিন্ন রোগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, সর্বশেষ রিলায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।