প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির দ্বী-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৩টায় স্থানীয় বান্দের বাজারে অনুষ্ঠিত কাউন্সিলে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আশিক মিয়া। উক্ত কাউন্সিলে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় মোঃ বয়েত উল্লাহকে সভাপতি, কাশেম আহমেদকে সিনিয়র সহ-সভাপতি ও মোঃ টিপু সুলতানকে যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।
সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করেন মোঃ জামাল চৌধুরী (ছাতা প্রতীক) ও মোঃ জিল্লুর রহমান (আনারস প্রতীক) এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করেন মেহবুব আহমদ মোসাহিদ (আম প্রতীক), মোঃ এনামুল হক (মাছ প্রতীক) ও মোঃ নূর আলী (কলস প্রতীক)। গোপন ব্যলটে অনুষ্ঠিত কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে মোঃ জামাল চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে মেহবুব আহমদ মোসাহিদ নির্বাচিত হন।
সম্মেলন উপলক্ষে উক্ত ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ গোলাম হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ বয়েত উল্লাহ’র পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউ/পি চেয়ারম্যান খালেদ আহমেদ পাঠান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, আব্দুল বারিক রনি, তোফাজ্জল হোসেন, মোঃ মজিদুল করিম মজিদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আমির হুসেন, উপজেলা বিএনপির সদস্য মুরশেদ আহমেদ, মোঃ হান্নান মিয়া, জোসেফ বখত চৌধুরী। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি নুরুল গনি চৌধুরী সোহেল, শ্রমিকদল সাধারণ সম্পাদক মনর উদ্দিন, ২নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক সোহেল রিপন চৌধুরী, ছাত্রদলের আহবায়ক হারুনুর রশীদ হারুন, মোঃ শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাহিদ আলম মুরাদ, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জিতু মিয়া সেন্টু, বিএনপি নেতা এস.এম সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সোহেল। ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ খসরু চৌধুরী, মোঃ মোশাহিদ আলী, মোঃ নছির উদ্দিন, মোঃ টিপু সুলতান, মোঃ ফিরোজ মিয়া, মোঃ সাহাব উদ্দিন, মোঃ খুরশেদ আলী, মোঃ শাহ কামাল, মোঃ মোস্তফা কামাল, মোঃ জিল্লুর রহমান, মোঃ মুরশেদ মিয়া, মোঃ আঃ সামাদ, মোঃ মিনার উদ্দিন, শামীম আহমেদ, কাশেম আহমদ, মোঃ মজনু মিয়া, মোঃ আবু ইউসুফ বাচ্চুু, রেজাউল করিম কাপ্তান, মোঃ জিলু মিয়া, মোঃ আমীর হোসেন, মোঃ চেরাগ আলী, মোঃ এমদাদুর রহমান, মোঃ নূর আলী, তোফায়েল আহমেদ পাঠান, বেলাল আহমেদ, এনামুল হক চৌধুরী, মোঃ নূর হোসেন, মোঃ মতিউর রহমান, মোঃ এনামুল হক, মোঃ আমিনুর রহমান, মোঃ আজিজুল মিয়া, মোঃ আকিক মিয়া, মোঃ আব্দুল হাফিজ লুলু, মোঃ শরিফ মিয়া, মোঃ আজিম উদ্দিন, মোঃ মোতাচ্ছির চৌধুরী, দুলাল আহমেদ, মোঃ সামছুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, মোশাহিদ মিয়া, মোঃ রিপন মিয়া, মোঃ আলমগীর চৌধুরী, মোঃ লালন মিয়া, মোঃ লুৎফুর রহমান প্রমুখ। এ সময় নব-নির্বাচিত নেতৃবৃন্দ যথাযতভাবে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে দেশনেত্রীর মুক্তি আন্দোলনকে আরও বেগবান করতে সকলের প্রতি আহবান জানান।