নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা লোকনাথ সেবাসংঘের উদ্যোগে দামোধর মাস ব্রত উপলক্ষ্যে ঘৃত বাতি প্রজ্জ্বলন করে বার্ষিক রাখের উপবাস গতকাল শনিবার আক্রমপুরস্থ লোকনাথ মন্দিরে অনুষ্টিত হয়। প্রায় ২ শতাধিক ব্রতীগন যথাযথ ভাবগাম্ভির্যের মধ্য তা পালন করেন। অনুষ্ঠান উপলক্ষ্যে গীপাঠ করেন গীতাপাঠক সুনামগঞ্জের মহানাম বৃত চক্রবর্ত্তী। লোকনাথ সেবাসংঘের সভাপতি সুখেন্দু পুরকায়স্থের সভাপতিেেত্ব এবং সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দাশের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মন্দিরের দাতা সদস্য আল্লাদ মালাকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা সৎসঙ্গেও সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা লোকনাথ নেবা সংঘের সাবেক সভাপতি নিতেশ চন্দ্র রায়, সাবেক সাধারণ সম্পাদক রঞ্জিত চক্রবত্তী, উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি অজিত কুমার দাশ, গোবিন্দ জিউড় আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, কানাই লাল দাশ, প্রধান শিক্ষক প্রজেশ রায় নিতন, প্রধান শিক্ষক সমীর হালদার, মৃদুল কান্তি রায়, নীলকণ্ট সুত্রধর, গোপাল চক্রবত্তী, গনেশ চক্রবত্তী, নীলমনি সুত্রধর, চারু দেব, পরিতোষ বনিক, দিলীপ বনিক, নিলমনি সুত্রধর, অরবিন্দু বনিক, পিযুশ কান্তি দাস, নিতেশ দাশ, সমরেন্দ্র বর্ধন, গোপাল দেব, প্রদীপ রায়, বিপুল দাশ প্রমূখ। অনুষ্ঠানে প্রসাদের আয়োজনে ছিলেন, ডাঃ নির্মল কান্তি ঘোষ, রিপ্টু তালুকদার, সঞ্জয় চক্রবত্তী, রুপক দাশ, নারায়ন চক্রবত্তী, সানি দাশ, বিধান রায়, চন্দন দাশ, নিপন চক্রবত্তী, অনুকুল দাশ, লন দাস, সুবীর দাস প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অঞ্জলী প্রদান করেন পৌরহিত্য পংকজ ভট্টাচার্য্য।