নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সৎ মেয়েদের হামলায় আহত হয়েছেন সৎ মা। উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- ওই গ্রামের আব্দুল তাহিদের ২য় স্ত্রীর মেয়ে জোৎস্না ও রাজিনা তাদের সৎ মা হাওয়ারুন নেছা (৪০) এর উপর হামলা চালায়। এতে হাওয়ারুন আহত হন। তাকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।