নবীগঞ্জ সংবাদাতা ॥ নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হয়েছে। এ সময় হামলাকারীরা তার কাছ থেকে নগদ ৫০ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয়। জানা যায়, গত ৯ নভেম্বর সকাল ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের উজ্জল মিয়া একই গ্রামের ৬ জনকে আসামী করে তার উপর হামলা এবং নগদ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করেন, ওই এলাকার তছু মিয়া (৪০), আব্দুস সালাম (৩০), হেলাল মিয়া (৩০), সুবল মিয়া (২২), অজুদ মিয়া (৩০), জিলাই মিয়া (২২) মিলে উজ্জল মিয়ার কাছে ১০ হাজার টাকা পাবেন বলে দাবী করে আসছিল। উজ্জ্বল মিয়া এই দাবী মিথ্যা বলে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার বাছিত মিয়াকে জানায়। এ বিষয়ে ঘটনার দিন তারিখ ও উল্লেখিত সময়ে বাংলা বাজারস্থ নুরুল আমিনের দোকানে বসে বিচার হওয়ার কথা ছিল। সে অনুযায়ী উজ্জল মিয়া তার পিতা এবং স্ত্রীকে সাথে নিয়ে বাংলা বাজারে আসে। সেখানে আসা মাত্রই পূর্ব থেকে উৎপেতে থাকা উপরোল্লিখিত লোকজন থাকে বেদরক মারপিট করে এলোপাতারি কিল ঘুষি মেরে নগদ ৫০ হাজার টাকা জোরপুর্বক নিয়ে চলে যায়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।