শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান-এর সাথে সাক্ষাৎ করেছেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকরা সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন-প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, সহ-সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাবেক সভাপতি ফিরুজুল ইসলাম চৌধুরী, সাবেক সহ-সভাপতি ফজলুল হক চৌধুরী সেলিম, সাংবাদিক কামরুল হাসান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সুমন, শাহ মোস্তাফা কামাল ও সাইফুর রহমান ফয়সাল প্রমুখ। এ সময় জেলা প্রশাসক বলেন, শায়েস্তাগঞ্জ নতুন উপজেলা হিসেবে উপজেলা প্রশাসনকে সকলে সহযোগিতা করলে সুন্দর একটি উপজেলা গঠন হবে। তিনি বলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নদীতে কালো কুচকুচে পানি দেখতে চাই নাই, নদীতে মাছ দেখতে চাই, জেলেদের মাছ ধরা দেখতে চাই।