স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে হাজী মতিন মিয়ার বাড়িতে ডাকাতির সময় ২টি আগ্নোয়াস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে জনতা। এ ঘটনায় ডাকাতের প্রহারে ওই পরিবারের ২ সদস্য আহত হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার রাত ১ টার দিকে সংঘবদ্ধ একদল ডাকাত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মী করে স্বর্ণা লঙ্কারসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে স্থানীয় মসজিদের মাইকে ডাকাতির বিষয়টি ঘোষণা করলে গ্রামবাসীর সহযোগিতায় এক ডাকাতকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গুলিসহ একটি আগ্নোয়াস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার কইরতলি এলাকার ঢালি মিয়ার পুত্র সবুজ মিয়া (৩০) বলে জানা গেছে। এ ঘটনায় মতিন মিয়ার ছেলে ব্যবসায়ী জুনাব আলী ও কামাল মিয়া আহত হয়েছে। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বাহুবল মডেল থানার একদল পুলিশ এসে ডাকাতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই পরিবারের এক আহত সদস্য জানান, জানান, রাত দেড়টার দিকে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল মতিন মিয়ার বাড়িতে গ্রিল কেটে প্রবেশ করে বাড়িতে থাকা সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেধে ঘরে থাকা স্বর্ণালঙ্কারসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় আহত জুনাব আলীর হাতের বাধ খুলে যাওয়ায় পিছন থেকে এক ডাকাতের উপর হামলা করে ডাকাতের সাথে থাকা রিভলবার দিয়ে তিনটি গুলি ছুড়ে। গুলির প্রকম্পিত শব্দে আশ পাশের লোকজন ওই ডাকাতকে আটক করলেও অন্য ডাকাতরা মালামাল নিয়ে পালিয়ে যায়।